শিমুলিয়ায় ঘরমুখো যাত্রীদের ঢল

  • মুন্সিগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৬, ২০২০, ০২:০৯ পিএম

মুন্সীগঞ্জ : শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাটে শনিবার দক্ষিনবঙ্গের ঘরমুখো যাত্রীদের ঢল নেমেছে। ঢাকাগামী যাত্রীদের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঘরমুখো যাত্রীরাও ছুটছে গ্রামের বাড়িতে। 

শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে শিমুলিয়াঘাটে দক্ষিনবঙ্গগামী ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। 

মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান, সকাল থেকেই ঢাকা ও দক্ষিনবঙ্গ উভয়মুখী যাত্রীদের চাপ দেখা গেছে। দক্ষিবঙ্গগামী ৫ শতাধিক ছোট ছোট যানবাহন শিমুলিয়াঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে। এরমধ্যে পন্যবাহি ট্রাক ছাড়া রয়েছে প্রাইভেটকার, মাইক্রো, অ্যাম্বুলেন্স ও মোটর সাইকেল। 

বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, শিমুলিয়াঘাটে উভয়মুখেই যাত্রীদের চাপ দেখা গেছে। ঘাটে ছোট ছোট যানবাহন ফেরী পারাপারের অপেক্ষায় রয়েছে। এতে সকাল থেকে নৌরুটে ১৩ টি ফেরী যানবাহন ও যাত্রী পারাপার করছে। তিনি জানান, নৌরুটে ৩ টি রো-রো ফেরী, ৪ টি ডাম্প ফেরী ও ৬ টি কে-টাইপ ফেরী যানবাহন ও যাত্রী পারাপার করছে।

সোনালীনিউজ/এমএএস/এএস