নানাকে কবর দিয়ে দুই নাতি নিখোঁজ

  • নীলফামারী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৪, ২০২০, ১১:২৩ এএম

নীলফামারী: নীলফামারী ডোমারে নানার কবরে মাটি দিয়ে দাদীর সাথে অটো চার্জার ভ্যান যোগে বাড়ি ফেরার পথে অটোভ্যান উল্টে নদীতে পড়ে দুই শিশু নিখোঁজ হয়েছে। 

শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার গোমনাতি ইউনিয়নের আমবাড়ী গ্রামে ঘটনাটি ঘটে। বিকেল ৬টা পর্যন্ত দুই শিশু উদ্ধার করা সম্ভব হয়নি। 

জোড়াবাড়ী ইউপি সদস্য আব্দুল জলিল জানান, শুক্রবার দুপুরে উপজেলার উত্তর গোমনাতীতে নানার কবরে মাটি দিয়ে দাদী রোসনা বেগমের সাথে মনোয়ার হোসেন (৮) লিপু (১২) ও  নুর জান্নাত মনি (৫) অটো চার্জার ভ্যান যোগে নিজ বাড়ী মির্জাগঞ্জ বিএসসি পাড়ায় ফেরার পথে গোমনাতী আমবাড়ী হাট পাঙ্গা নদীর বেইলী ব্রীজের রেলিং এর ফাঁকে অটো ভ্যানের চাকা আটকে উল্টে গিয়ে তিন শিশু নদীতে পড়ে যায়। তাৎক্ষনিকভাবে দাদী ও অটোচালক নদীতে ঝাপ দিয়ে লিপুকে উদ্ধার করলেও মনোয়ার হোসেন ও নুরে জান্নাত মনি নিখোঁজ হয়।

ডোমার ফায়ার স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান ডুবুড়ী দিয়ে শিশু দুটিকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছি। ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে তার নেতৃত্বে পুলিশের একটি দল রয়েছে।

সোনালীনিউজ/এজে/এসআই