মুন্সীগঞ্জে মিলল রাসেল ভাইপার

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৪, ২০২০, ০৫:২৯ পিএম

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরের বাংলাবাজার ইউনিয়নের সার্দারকান্দি গ্রামের পদ্মার শাখা নদীতে রাসেল ভাইপারের সন্ধান মিলেছে। ছবি দেখে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক সাপটি রাসেল ভাইপার বলে নিশ্চিত করেছেন। তিনি জানান, আশেপাশের একটি চর এলাকায় বংশবিস্তার করেছে রাসেল ভাইপার। সাপটি উদ্ধারের জন্য চেষ্টা চলছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ শাহীন জানান, স্থানীয় একজন জেলে পদ্মার শাখা নদী থেকে মাছ ধরার ফাদের ভিতর পেয়েছে সাপটিকে। সকালে সাপটি অনেক শব্দ করছিল, কিন্তু দুপুরের পর থেকে নিস্তেজ হয়ে যায়। বিকাল ৩টা পর্যন্ত সাপটি উদ্ধারে কেউ আসেনি।

সোনালীনিউজ/এমএএস/এসআই