বিজিবির আয়োজনে গরীব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • দিনাজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৫, ২০২০, ০৩:৫১ পিএম

দিনাজপুর: বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ২৯ বিজিবির আয়োজনে ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় দিনাজপুরের সীমান্তবর্তী সুন্দরা বিওপি এলাকার অসহায় গরীব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫জুলাই) সকাল ১১টায় দিনাজপুর সেক্টরের ব্যবস্থাপনায় সীমান্তবর্তী সুন্দরা বিওপি এলাকার দুই শতাধিক পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী তুলে দেন দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্ণেল মোঃ জহিরুল হক খান ও ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শরীফ উল্লাহ আবেদ। এসময় উপস্থিত ছিলেন সুন্দরা বিওপি’র কোম্পানী কমান্ডার,সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান,ইউপি সদস্য,গণ্যমান্য ব্যক্তিবর্গ,ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ ।

উল্লেখ্য যে,দিনাজপুর সেক্টরের ব্যবস্থাপণায় ও বিদ্যানন্দ ফাউন্ডেশন এর সহযোগীতায় দিনাজপুর জেলায় বিওপি’র দ্বায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তবর্তী অসহায় গরীব ও দুস্থ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

সোনালীনিউজ/এএস/টিআই