ময়মনসিংহে বাস-সিএনজির সংঘর্ষ, নিহত ৭

  • ময়মনসিংহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৮, ২০২০, ০৫:৪৩ পিএম
ফাইল ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার (৮ আগস্ট) বিকাল ৫টার দিকে জেলার মুক্তাগাছা উপজেলাধীন ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের ভাবকীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস। ঘটনার পরপরই বাস চালককে আটক করেছে পুলিশ। 

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাস মুক্তাগাছা উপজেলার মানকোন এলাকায় ময়মনসিংহগামী একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিক্সার চার যাত্রী নিহত হন। 

আহত তিন জনকে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত‌্যু হয়। নিহতদের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এছাড়া চালকসহ ঘাতক বাসটিকেও আটক করা হয়েছে। 

সোনালীনিউজ/এমএএইচ