রাজধানীতে বিএমডব্লিউ গাড়ি জব্দ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৪, ২০১৬, ১০:৫১ পিএম

রাজধানীর তেজগাঁওয়ের একটি ওয়ার্কশপ থেকে অবৈধভাবে আমদানি করা বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

মঙ্গলবার (২৪ মে) তেজগাঁওয়ের ৩৪৫ নম্বরের মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ থেকে গাড়িটি জব্দ করা হয়।

কালো রঙের বিএমডব্লিউ এক্স৫ মডেলের গাড়িটিতে মেট্রো-শ ০০-০৫০১ নম্বর প্লেট লাগানো আছে। এর ইঞ্জিন ক্যাপাসিটি প্রায় ৩০০০ সিসি। যার শুল্ক মোট গাড়ির মূল্যের ৬০১ শতাংশ।

এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, ‘শুল্ক ফাঁকি দিয়ে গাড়িটি আমদানি করা হয় বলে আমরা জানতে পারি। ধরা পড়ার ভয়ে গাড়ির মালিক গাড়িটি ওয়ার্কশপে ফেলে চলে যান।’

তিনি আরও জানান, তাজুল নামের এক চালক প্রায় এক মাস আগে মেরামতের জন্য ওই ওয়ার্কশপে গাড়িটি রেখে যান। এরপর আর কেউ এটি নিতে আসেননি।গাড়িটির মূল্য ৫ কোটি টাকা।

তদন্ত করে প্রকৃত মালিককে খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম