নীলফামারীতে ছাত্রদলকর্মী হত্যায় তিনজনের ফাঁসি

  • নীলফামারী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৫, ২০১৬, ০৩:১৭ পিএম

নীলফামারীর ডোমার উপজেলায় ছাত্রদলকর্মী রাকিবুল হাসান পাপ্পু হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৫ মে) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মাহবুবুল আলম এ দণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কামরুজ্জামান সেবু আদালতে উপস্থিত ছিলেন। সিরাজুল ইসলাম নাদের ও বুদ্ধদেব রায় পলাতক।

অতিরিক্ত দায়রা জজ আদালতের  সরকারপক্ষের অতিরিক্ত কৌঁসুলি আজিজুল ইসলাম জানান, ডোমারের চিকনমাটি এলাকার বেলাল হোসেনের ছেলে রাকিবুল হাসান পাপ্পু ২০১৩ সালের ১৭ জুলাই সন্ধ্যার পর মোটরসাইকেলযোগে ডোমার থেকে জোড়াবাড়ী যাচ্ছিলেন। পথে বটতলী এলাকায় তাঁকে ছুরিকাঘাত করে গলা কেটে হত্যা করা হয়। এরপর হত্যাকারীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহত পাপ্পুর চাচা মকদুমুল হক চান্নু বাদী হয়ে ঘটনার পরের দিন ডোমার থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা ডোমার থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর সিদ্দিকী তিনজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।

সোনালীনিউজ/ঢাকা/ জেডআরসি