নবীগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষ: এক পরিবারের ৩ জনসহ নিহত ৮

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২০, ০৬:০৫ পিএম

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জে বিআরটিসি বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে।নিহতদের মধ্যে একই পরিবারের ৩ জন রয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

সোমবার বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাতাইহাল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৭ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- গজনাইপুর ইউনিয়নের মুড়াউরা গ্রামের আবু তাহের স্ত্রী সামিরুন বেগম(২৮), মেয়ে মারিয়া আক্তার(২), আবু তাহেরের ভাই আনু মিয়ার স্ত্রী হালিমা বেগম(২৫), সাতাইহাল গ্রামের নুরুল ইসলামের ছেলে অন্তর মিয়া (২২), সাতাইহাল (কাজীপাড়া) গ্রামের লিজা আক্তার (১৯), দেবপাড়া ইউনিয়নের লতিবপুর গ্রামের কিতাব আলী (৩০) ও অজ্ঞাত এক যুবক (২৬)। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান সাংবাদিকদের জানান, কুমিল্লা থেকে ছেড়ে আসা সিলেটগামী বিআরটিসি পরিবহনের একটি বাস সাতাইহাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে দু'টি যানই রাস্তার পাশে খাদে পড়ে যায়।প্রথমে ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।হাসপাতালে নেওয়ার পর আরও দু’জনের মৃত্যু হয়েছে।মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

সোনালীনিউজ/আইএ