যশোরে ড্রেন থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

  • যশোর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৩১, ২০১৬, ১১:০২ পিএম

যশোরে একটি ড্রেন থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। কঙ্কালটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) দুপুর ১২টায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বাসভবনের সামনের ড্রেন থেকে ওই কঙ্কাল উদ্ধার করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, সোমবার (৩০ মে)দুপুর ১২টায় খবর পেয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর বাস ভবনের সামনের ভাঙা প্রাচীরের নিচ থেকে মানুষের শরীরের হাড় উদ্ধার করা হয়েছে। পাশেই ঘাসের উপর থেকে মাথার খুলি উদ্ধার করা হয়। হাড়ের সাথে একটি সবুজ রঙের শাড়ির অংশ বিশেষ এবং ঘিয়ে রঙের পেটিকোট ছিল। ধারণা করা হচ্ছে কঙ্কালটি অন্তত এক মাস আগের। কেউ হয়তো কোনো নারীকে এখানে মেরে ফেলে দিতে পারে অথবা আশেপাশের কোনো কবরস্থান থেকে শিয়াল-কুকুর মানুষের মরদেহ টেনে এখানে আনতে পারে। কঙ্কালটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জনান, পাশেই বস্তায় ভরা একটি কুকুরের মরদেহ ছিল। বেশ কয়েকদিন ধরে দুর্গন্ধ বের হচ্ছিল। ফলে ওই দুর্গন্ধ মানুষের লাশের না কুকুরের তা বোঝা যাচ্ছিল না।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম