হাকিমের স্বাক্ষর জাল, এসআইসহ দুইজন কারাগারে

  • দিনাজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১, ২০১৬, ০৫:০৯ পিএম

দিনাজপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের স্বাক্ষর জাল করে চোরাই মোটরসাইকেল নিলামে বিক্রি মামলায় জাহাঙ্গীর হোসেন নামে পুলিশের এক এসআইসহ তার সহযোগী সোর্স আবু সাইদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

বুধবার (১ জুন) আদালতের বিচারক আহসানুল হক এ আদেশ দেন।
 
মামলা সূত্রে জানা গেছে, এসআই জাহাঙ্গীর হোসেন বীরগঞ্জ থানায় কর্মরত থাকার সময় অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম হাকিম আহসানুল হকের সিল স্বাক্ষর জাল করে ভুয়া নিলাম ডাকের মাধ্যমে বছরের ডিসেম্বর মাসে ২২টি চোরাই মোটরসাইকেল বিক্রি করেন। বর্তমানে ওই পুলিশ কর্মকর্তা রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় কর্মরত। এ ব্যাপারে তাকে আসামি করে সংশ্লিষ্ট আদালতে একটি মামলা দায়ের করেন প্রতারিত ক্রেতা আব্দুল গফফার এবং কোতোয়ালি থানায় আরেকটি মামলা দায়ের করেন আদালতের নাজির মামুন হাসান।

উভয় মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন সংশ্লিষ্ট বিচারক। বুধবার (১ জুন) সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করা হলে আবেদন নামঞ্জুর করে তাকে এবং তার সহযোগী সোর্স আবু সাইদকে কারাগারে পাঠানো হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম