করোনার টিকা নিয়ে শারীরিক প্রতিক্রিয়া জানালেন শিক্ষা উপমন্ত্রী

  • চট্টগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২১, ১২:৫৭ পিএম

চট্টগ্রাম : শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রামে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেছেন। 

রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিজে টিকা নিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

টিকা নেয়ার পরে শিক্ষা উপমন্ত্রী সাংবাদিকদের বলেন, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। তবে এ ভ্যাকসিন নেয়ার পর আধা ঘণ্টা অপেক্ষা করেছি। কোনো সমস্যা অনুভব করিনি। একটি মহল অপপ্রচার চালাচ্ছে। তারা রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করার চেষ্টা করছে। আমরা বলতে চাই, উন্নয়নের রাজনীতি ও প্রগতির রাজনীতিকে বাধাগ্রস্ত করতে পারবে না তারা। প্রধানমন্ত্রীর হাত ধরে আমরা এগিয়ে যাবো।

এসময় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী ও ডা. বিদ্যুৎ বড়ুয়াও টিকা নেন।

চমেকের চতুর্থ তলায় ভ্যাকসিন প্রদানে চারটি বুথ রয়েছে। এর মধ্যে দুটিতে পুরুষ এবং দুটিতে নারীদের ভ্যাকসিন দেয়া হচ্ছে। প্রথমদিনে নিবন্ধনকৃত ১০০ জনকে এ ভ্যাকসিন দেয়া হবে। দুপুর আড়াইটা পর্যন্ত চলবে কার্যক্রম। শুধু নিবন্ধনকৃতরাই ভ্যাকসিন নিতে পারবেন। এ পর্যন্ত নিবন্ধন করা অন্তত দেড়শ’ জনের ফরম জমা হয়েছে।

সোনালীনিউজ/এএস