সিএমপি সদর দফতরে জরুরি বৈঠক

  • চট্টগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৫, ২০১৬, ০৯:১৮ পিএম

এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু খুনের ঘটনায় পুলিশ সদর দপ্তরের দুইজন শীর্ষ কর্মকর্তা চট্টগ্রাম এসেছেন।

চট্টগ্রামে আসার পর রোববার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার আসিফ মহিউদ্দিন জানিয়েছেন, পুরো পরিস্থিতি নিয়ে সিএমপি সদর দফতরে ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করছেন।

ঢাকা থেকে অতিরিক্ত মহাপরিদর্শক জাবেদ পাটওয়ারী এবং অতিরিক্ত ডিআইজি বনজ কুমার মজুমদার মজুমদার ঢাকা থেকে এসেছেন। তারাও ওই বৈঠকে আছেন বলে উল্লেখ করেন তিনি।

রোববার সকাল পৌনে ৭টায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে নগরীর জিইসি মোড়ে যাওয়ার সময় খুন হন মিতু।

মহামুদা খানম মিতু খুনের ঘটনায় মামলা হয়েছে কিনা জানতে চাইলে আসিফ মহিউদ্দিন জানান, অজ্ঞাতানামা তিনজনসহ আরো কয়েকজনকে আসামি করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সোনালীনিউজ/ঢাকা/আকন