মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ৫

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৮, ২০২১, ০৩:০৪ পিএম
ফাইল ছবি

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা করেছে হেফাজত কর্মীরা। এতে ওসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর এবং দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। 

হেফাজত ইসলামের ঘোষিত হরতাল চলাকালে রোববার (২৮ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। 

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম। 

তিনি বলেন, ‘রোববার দুপুরে আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকায় হেফাজতকর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় হেফাজতকর্মীরা মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর আক্রমণ করে।’ 

হামলায় গুরুতর আহত হন আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক পুনয়েল ও নজিবুর। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ সময় বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও দুটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হেফাজতকর্মীরা পিছু হটে। হামলায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। 

সোনালীনিউজ/আইএ