বজ্রপাতে ঘটনাস্থলেই ঝলসে মারা গেলেন নারী

  • নীলফামারী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৭, ২০২১, ০৭:৪৭ পিএম

নীলফামারী: নীলফামারীতে বজ্রপাতে রোকেয়া বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ মে) মধ্যরাতে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের মহব্বত বাজিতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত রোকেয়া বেগম সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের মহব্বত বাজিতপাড়া গ্রামের কৃষক আব্দুস সামাদের স্ত্রী।

জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাত থেকে জেলার বিভিন্নস্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতসহ শিলাবৃষ্টি হয়।

ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ ঘটনাটি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘটনার সময় স্বামী-স্ত্রী একইঘরেই ছিলেন। রাতে রোকেয়া বেগম প্রকৃতির ডাকে সারা দিতে ঘর থেকে বের হন। এসময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই ঝলসে মারা যান।

নীলফামারীর জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, দূর্যোগপূর্ণ আবহাওয়ায় কেউ মারা গেলে ত্রাণ মন্ত্রণালয় থেকে সহায়তা দেয়া হয়। সেই মাফিক পরিবারগুলোকে সরকারিভাবে ২০ হাজার টাকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দ্রুত এ সহায়তা পরিবারকে দেয়া হবে।

সোনালীনিউজ/এইচএন