মহম্মদপুরে এপ্রিলের বেতন পাননি প্রাথমিকের শিক্ষকরা

  • মাগুরা প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৩, ২০২১, ১২:৪৯ পিএম

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা ঈদের আগে এপ্রিল মাসের বেতন পাননি। বুধবার (১২ মে) ছিল ঈদের আগে ব্যাংকের শেষ কার্যদিবস। এ দিন ব্যাংকে বেতন আসেনি।

উপজেলার ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে এক হাজার শিক্ষক ও কর্মচারী রয়েছেন। বেতনের আশায় বুধবার (১২ মে) সারা দিন তারা ব্যাংকে খোঁজ নিয়েছেন। শেষ পর্যন্ত বেতন না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।

কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের সার্ভারে জটিলতা থাকায় সদ্য চালু হওয়া ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে বেতন পেতে জটিলতা তৈরি হয়েছে।

সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের মহম্মদপুর উপজেলা সদর শাখা থেকে বেতন তোলেন শিক্ষকরা। মুরাইল পশ্চিমখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, এপ্রিলের বেতন মে মাসের ১ তারিখে পাওয়ার কথা। অথচ বুধবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চিঠি আসেনি।

মাগুরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাজী জানান, মাগুরার তিন উপজেলার শিক্ষকরা ঈদের আগে বেতন পেলেও ইএফটি জটিলতায মহম্মদপুর উপজেলার শিক্ষক-কর্মচারীরা বেতন পাননি। ঈদের পর ব্যাংকের প্রথম কার্যদিবসে তারা বেতন তুলতে পারবেন। 

সোনালীনিউজ/টিআই