চাপাইনবাবগঞ্জে বরযাত্রীর নৌকায় বজ্রপাত, নিহত ১৬

  • চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ০১:১৯ পিএম
ফাইল ছবি

চাপাইনবাবগঞ্জ: চাপাইনবাবগঞ্জে বৃষ্টির মধ্যে অপেক্ষমান বরযাত্রীর নৌকাতে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। 

বুধবার (৪ আগস্ট) দুপুরের দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নৌকায় করে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত ১৬ জনই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাসিন্দা।

তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, বজ্রপাতে ১৬ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, বরযাত্রী নিয়ে যাওয়ার সময় বৃষ্টি নামলে উপজেলার পাকা ইউনিয়নের দক্ষিণ পাকার দুড়াউড়ি ঘাট এলাকার একটি টিনের ঘরে তারা আশ্রয় নেয়। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

সোনালীনিউজ/এমএএইচ