হিলিতে এসএসসি পরীক্ষায় সিলেবাস সংক্ষিপ্ত করার দাবিতে মানববন্ধন

  • দিনাজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২১, ০৩:৩৩ পিএম
সিলেবাস সংক্ষিপ্ত করার দাবিতে মানববন্ধন

দিনাজপুর: হিলিতে এসএসসি পরীক্ষা ২০২২ সালের সিলেবাস সংক্ষিপ্ত করার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষাথীরা শনিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় হাকিমপুর (হিলি) প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি শতাধিক শিক্ষার্থীরা এই মানববন্ধনটি করে।

এতে ফেরদৌস আলী খান, পাইলট স্কুল এন্ড কলেজ, ডলি মেমোরিয়াল স্কুল, বিশাপাড়া স্কুলসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, করোনার মহামারিতে দীর্ঘকালীন সময়ে আমাদের স্কুল ও কুচিং সেন্টারগুলো বন্ধ থাকায় আমরা পড়াশোনায় অনেকটাই পিছিয়ে। এখন শতভাগ সিলেবাস অনুযায়ী পরিক্ষা হলে আমরা অনেকটাই সমস্যাই পড়ব।

তাই সরকারের কাছে আমাদের আকুল আবেদন সিলেবাসটি ৭০% থেকে ৩০ % অনুযায়ী করা হলে আমাদের খুব উপকার হবে। 

সোনালীনিউজ/এসআই/এসআই