গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মুত্যূ 

  • গাজীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২, ১২:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ ও পূবাইলে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন অজ্ঞাত দুই যুবক।  

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে আড়িখোলা ও পূবাইল রেলওয়ে স্টেশনের অদূরে চুয়ারিয়াখোলা এবং তালটিয়া এলাকায় পৃথক দুর্ঘটনায় এরা প্রাণ হারান।

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশ নরসিংদী ফাঁড়ির ইনচার্জ (এসআই) এমাইদুল জিহাদী।  

তিনি জানান, নিহত দুই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের একজনের বয়স আনুমানিক বয়স ২৪/২৫, অন্যজনের বয়স ৩৫/৩৬ হবে।

এসআই এমাইদুল জিহাদী জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলওয়ে সড়কে চট্টগ্রামগামী কর্ণফূলী এক্সপ্রেস ট্রেনের হুকে করে যাচ্ছিল অজ্ঞাত এক যুবক। পরে ওই সড়কের দড়িপাড়া রেলক্রসিং পার হওয়ার পর আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে চুয়ারিয়াখোলা এলাকায় ট্রেন জাম্প করলে তিনি পড়ে যান এবং কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। 
অন্যদিকে, ওই রেলওয়ে সড়কে চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনের নিচে কাটা পড়ে পূবাইল স্টেশনের অদূরে তালটিয়া এলাকায় আরো এক যুবক নিহত হয়। তাদের দুজনের কারোরই নাম পরিচয় জানা যায়নি।

তিনি জানান, নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। সেখান থেকে ময়নাতদন্তের পর নাম পরিচয় পাওয়া না গেলে বেওয়ারিশ হিসেবে নরসিংদী রেলওয়ে স্টেশনের পাশের কবরস্থানে দাফন করা হবে। 

সোনালীনিউজ/এসআই