বাঁধ ভাঙার শঙ্কা

ফের বাড়ছে নদী-হাওরের পানি

  • সুনামগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২২, ০৩:৫৩ পিএম

সুনামগঞ্জ : দ্বিতীয় দফায় বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিভিন্ন নদী ও হাওরের পানি ফের বাড়ছে। যাদুকাটা নদী ও পাটলাই নদের পানিও বাড়ছে। এতে করে হাওরের ফসল রক্ষা বাঁধ ভাঙার শঙ্কা দেখা দিয়েছে।

একদিনে সুরমা নদীর পানি বেড়েছে ৫০ সেন্টিমিটার। যেসব হাওরের ধান পাকতে শুরু করেছে, তা কেটে নিচ্ছেন কৃষকরা।

আবহাওয়া ও বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় জানায়, মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের প্রধান নদী সুরমার পানি গত ২৪ ঘণ্টায় ৬২ সেন্টিমিটার বেড়েছে। তবে এখনো তা বিপদসীমার ৮৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সীমান্ত নদী যাদুকাটার পানি বেড়েছে ছয় সেন্টিমিটার এবং পুরাতন সুরমা নদীর পানি বেড়েছে পাঁচ সেন্টিমিটার।

সোনালীনিউজ/এনএন