ঘূর্ণিঝড়ের আভাসে দ্রুত ধান কাটার পরামর্শ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৭, ২০২২, ০৯:৪৬ পিএম
ফাইল ছবি

ঢাকা: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আসানি সৃষ্টি হওয়ায় পটুয়াখালীসহ উপকূলীয় এলাকার কৃষকদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে মাঠে থাকা বোরো ধান দ্রুত কেটে ফেলার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

এরইমধ্যে কৃষি সম্প্রসারণ বিভাগ তাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কৃষকদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে বলেছে।

ঘূর্ণিঝড় আসানির প্রভাবে উপকূল মেঘাচ্ছন্ন ও হালকা বৃষ্টি লক্ষ করা গেছে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে সমুদ্রবন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত জারি করা হয়েছে।

পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম মহিউদ্দিন বলেন, দুর্যোগকালীন আবহাওয়ার কারণে আমরা সবসময়ই জমির ৮০ শতাংশ ধান পেকে গেলে দ্রুত কেটে ফেলার জন্য কৃষকদের বলে থাকি। যেহেতু নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে সে কারণে যেসব জমির ধান ৮০ শতাংশের বেশি পেকে গেছে তা কেটে ফেলার জন্য বলা হয়েছে।

তিনি আরও বলেন, এবছর জেলায় ১৬ হাজার ৯৭০ হেক্টর জমিতে বোরোর আবাদ করা হয়েছে।

সোনালীনিউজ/আইএ