পুলিশ কনস্টেবলের কবজি বিচ্ছিন্নের ঘটনায় মামলা

  • চট্টগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৬, ২০২২, ০১:৪৩ পিএম

চট্টগ্রাম : চট্টগ্রামের লোহাগাড়ায় আসামি ধরতে গিয়ে পুলিশ সদস্যের কবজি কেটে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। তিনজনকে আসামি করে রোববার (১৫ মে) রাতে লোহাগাড়া থানার এএসআই মজিবুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।

আসামিরা হলেন- কবির আহাম্মদ, তার স্ত্রী রুবি আকতার এবং তার মা মোস্তফা বেগম। এর মধ্যে মামলার দুই নম্বর আসামি রুবিকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে, রোববার (১৫ মে) সকালে কনস্টেবল জনি খান লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লালাখিল গ্রামে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করতে যায়। এ সময় আসামি তার বাম হাতে দা দিয়ে কোপ দিয়ে পালায়। দায়ের কোপে জনি খানের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এনে ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিকাল ৩টার দিকে চিকিৎসকদের সিদ্ধান্তে হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়।


সোনালীনিউজ/এনএন