এক বাঘাইড়ের দাম ৩১ হাজার

  • রাজবাড়ী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৩১, ২০২২, ১২:৩৫ পিএম

রাজবাড়ী : জেলের জালে ধরা পড়েছে ২৬ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ।

মঙ্গলবার (৩১ মে) সকালে রাজবাড়ীর দৌলতদিয়া ৭নং ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে জেলে অসেল হালদারের জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয় সূত্র জানায়, দৌলতদিয়ার পদ্মা নদীর ৭নং ফেরিঘাটের অদূরে প্রতিদিনের মতো জেলে অসেল হালদার ও তার সহযোগীরা মাছ ধরতে যায়। সকালে জাল তুলতেই দেখতে পায় বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। পরে সকাল ৭টার দিকে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৬নং ফেরিঘাটে নিয়ে আসে। আনোয়ার খার কাছ থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে চাঁদনি-আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা ১২০০ টাকা কেজি দরে ৩১ হাজার ২০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।

ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, পদ্মার বড় সাইজের বাঘাইড় মাছের অনেক চাহিদা। সকালে ঘাটে এসে যখন জানতে পারি অসেল হালদারের জালে ২৬ কেজি ওজনের বাঘাইড় ধরা পড়েছে, তখন উন্মুক্ত নিলামে ১ হাজার ২০০ টাকা কেজি দরে ৩১ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেই।

সোনালীনিউজ/এনএন