কাঁঠালের সমারোহ

  • কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৩, ২০২২, ০২:৩৭ পিএম

নীলফামারী : মধু মাসের ঘনঘটায় গাছে গাছে ঝুলছে গ্রীষ্মের ফল কাঁঠাল। কাঁঠাল পাকার পর এর মিষ্টি গন্ধে মুখরিত হয়ে ওঠে চারিদিক। গাছের চারিপাশে পাখি ও কীটছুটে আসে এর স্বাদ নিতে। প্রকৃতি যেন অপূর্ব সাজে সাজিয়েছে কাঁঠালে কাঁঠালে। প্রতিটি গাছের গোড়া থেকে মগডাল পর্যন্ত ঝুলছে কাঁঠাল।

শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত প্রত্যেকটি বসতবাড়ির আনাচে-কানাচে, রাস্তার ধারে, পুকুর পাড়ে গাছে গাছে ধরেছে অসংখ্য কাঁঠাল।

কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি পশ্চিম পাড়া গ্রামের কল্পনা বেওয়া জানান, তার ১৫টি গাছে প্রচুর কাঁঠাল ধরেছে।

এগুলো পরিবারের চাহিদা মিটিয়ে, মৌসুমি ফলের উপহার হিসেবে আত্মীয়-স্বজনের বাড়িতে পাঠানো হয়। যাদের গাছ নেই তারাও নিয়ে যায়। ব্যবসায়ীরা বাড়িতে এসে কাঁঠাল ক্রয় করে রাজধানীসহ বিভিন্ন জেলা শহরে সরবরাহ করেন।

উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান বলেন, এই অঞ্চলের ভূমি সমতল হাওয়ায় কাঁঠাল চাষে খুবই উপযোগী। চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় প্রতিটি গাছে গাছে নজরকাড়া কাঁঠাল এসেছে। কাঁঠাল গ্রাম বাংলার একটি জনপ্রিয় ফল। এটি অত্যধিক পুষ্টিগুণ সম্পন্ন।

সোনালীনিউজ/এমটিআই