যমুনা নদীর বামতীর রক্ষা বাধে ধস

  • সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৮, ২০২২, ০৩:৩০ পিএম

জামালপুর : জামালপুরের সরিষাবাড়ীতে  যমুনা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের বাঁধের প্রায় ২০ মিটার অংশ ধসে গেছে। এতে হুমকির মুখে পড়েছে বসতভিটাসহ নানা স্থাপনা। উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা উত্তর পাড়া এ ধস দেখা দেয়।

স্থানীয়রা  জানান, হঠাৎ করেই পিংনা উত্তর পাড়া ছকমান ওরফে ছক্কার বাড়ী সংলগ্ন যমুনা নদীর বামতীর রক্ষা বাধে ধস দেখা দেয়। আমরা খুবই আতঙ্কে আছি।  এখন এই বাঁধ ধস হলে মরণ ছাড়া উপায় নাই। এই ধস এখনি বন্ধ না করা হলে বড় ধরণের অঘটন ঘটতে পারে।

তারা আরো জানান, এ বাধে ভাঙ্গন হলে সবথেকে বেশী হুমকির মুখে পড়বে তারাকান্দি- ভূয়াপুর মহাসড়ক।

 এ বিষয়ে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ জানান, বিষয়টি আমি শুনেছে এবং মেরামতের জন্য দ্রুত ব্যবস্থা নিচ্ছি।

সোনালীনিউজ/এমটিআই