বন্যার পানিতে ভেসে এলো মেছো বিড়াল

  • বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৮, ২০২২, ০৩:৪৯ পিএম

হবিগঞ্জ : বানিয়াচং উপজেলায় বন্যার পানিতে ভেসে আসার পর গ্রামবাসীর হাতে আটক হয়েছে একটি মেছো বিড়াল। প্রাণিটিকে গ্রামবাসীর কাছ থেকে উদ্ধার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। মানুষের মারধরে আহত এই প্রাণীটির চিকিৎসা শুরু করেছেন তারা।

সোমবার (২৭ জুন) এসব তথ্য নিশ্চিত করেছেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী।

এর আগে রোববার বিকেলে জেলার বানিয়াচং উপজেলার বন্যা কবলিত গানপুর গ্রাম থেকে মেছো বিড়ালটিকে উদ্ধার করে আনা হয়।

রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী জানান, প্রাণিটির আঘাতপ্রাপ্ত ক্ষতস্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে। মেছো বিড়ালটিকে খাওয়ানের জন্য দুটি মোরগ কিনে আনা হয়েছে। তবে জিহ্বাতে আঘাতপ্রাপ্ত হওয়ায় খেতে পারছে না। পর্যাপ্ত চিকিৎসা দিয়ে প্রাণীটিকে সুস্থ করে তোলার প্রচেষ্টা চলছে।

সোনালীনিউজ/এমটিআই