পদ্মার এক বাগাড় বিক্রি হলো ৩৯ হাজার টাকায়

  • রাজবাড়ী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৭, ২০২২, ০১:২১ পিএম

রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে ৩১ কেজি ৫০০ গ্রাম ওজনের বাগাড় মাছ ধরা পড়েছে।

বুধবার (৬ জুলাই) দিবাগত রাতে দৌলতদিয়া ফেরি এলাকায় রওশর হালদারের জালে মাছটি ধরা পড়ে। বৃহস্পতিবার (৭ জুলাই) ভোরে দৌলতদিয়ার মৎস্য আড়তে মাছটি আনলে স্থানীয় মাছ ব্যবসায়ী সাজাহান উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ৩৯ হাজার ৩৭৫ টাকায় কিনে নেয়।

রওশন হালদার জানান, বর্ষার এই সময় পদ্মা নদীতে বড় মাছ বেশি ধরা পড়ে। রাতে নৌকা নিয়ে আমরা পদ্মায় জাল ফেলেছিলাম। মধ্যরাতে মাছটি ধরা পড়েছে। বর্তমানে এত বড় সাইজের বাগাড় মাছ কম দেখা যায়। পদ্মার বাগাড় এজন্য চাহিদাও বেশি।

মাছ ব্যবসায়ী সাজাহান জানান, মাছটি আমি ১ হাজার ২৫০ টাকা কোজি দরে কিনেছি। এখন একটু বেশি দাম পেলে বিক্রি করবো। তবে এসব বড় মাছ ঢাকার বিভিন্ন ব্যবসায়ীরা কিনে নেয়। তাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করছি।

সোনালীনিউজ/এমটিআই