গাজীপুরে লেগুনা চাঁপায় নারী শ্রমিক নিহত

  • গাজীপুর প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২১, ২০১৬, ০৭:৫৫ পিএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কড্ডা ইটাহাটা এলাকায় লেগুনা চাঁপায় ইশমতারা (৩০) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় ওই মহাসড়কে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।  

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর পৌনে দুইটায় ওই মহাসড়কের ইটাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইশমতারা রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকুন্দ এলাকার হাসান মিয়ার স্ত্রী এবং গাজীপুর মহানগরীর কড্ডা ইটাহাটা এলাকায় বাসা ভাড়া থেকে স্থানীয় কোস্ট টু কোস্ট গার্মেন্টসে চাকুরি করতো।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোজাম্মেল হক জানান, দুপুরের খাবার শেষ করে ইশমতারা কারখানায় যাচ্ছিল। কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিল। এসময় দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে মহাসড়কের উপর পড়ে গেলে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহি লেগুনা তাকে চাঁপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, লেগুনা চাঁপায় পোশাক শ্রমিক নিহতের খবরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করা চেষ্টা করে শ্রমিকরা। এসময় ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে শ্রমিকদের সড়িয়ে দিলে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয় এবং নারী শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

লেগুনা চালক পালিয়ে গেলেও লেগুনা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলেও জানান ওই এসআই। 

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম