কীটনাশক দোকানে মুল্য তালিকা না থাকায় জরিমানা

  • দিনাজপুর প্রতিনিধি: | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১০, ২০২২, ০৬:৪৮ পিএম

দিনাজপুর: হিলিতে সরকারের নির্ধারিত মূল্য তালিকা না থাকায় দুইটি কীটনাশক বিক্রির প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১০ আগষ্ট) দুপুরে উপজেলার হাকিমপুর থানা পুলিশের সহযোগিতায় বাংলাহিলি বাজারে অভিযান চালিয়ে এ দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেন দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, নিয়মিত বাজার মনিটরিং হিসেবে আজ হাকিমপুর উপজেলার কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে তাদের সরকারী নির্ধারিত মূল্য তালিকা না থাকায় ফজলুর রহমান ও নবিবুল ট্রের্ডাস নামের দুটি প্রতিষ্ঠানকে ৩৮ ধারায় ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোনালীনিউজ/আইএ