রাজশাহী নগরীতে অটোচালকদের ভাড়া বৃদ্ধি দাবিতে ধর্মঘট

  • রাজশাহী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৮, ২০২২, ১২:০৬ পিএম

রাজশাহী: রাজশাহী নগর রাস্তায় অটোচালকদের ভাড়া বৃদ্ধির দাবিতে ধর্মঘট শুরু হয়েছে। রোববার (২৮ আগস্ট) সকাল থেকে অটোগুলো রাস্তায় দেখা মিলছে না। এতে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা।

সরেজমিন ঘুরে দেখা গেছে, যে দুই-একটা অটোরিকশা চলছে, সেগুলোতে ভাড়া চাইছে দুই-তিন গুন। ভদ্রা থেকে রেলগেটের ভাড়া চাইছে ২০ টাকা। স্বাভাবিক সময়ে এ ভাড়া থাকে পাঁচ থেকে সাত টাকার মধ্যে।

অটোরিকশা মালিক সমিতির দাবি, তারা এর সাথে সম্পৃক্ত নয়। তবে অটোচালকদের হয়ে স্থানীয় একজন কাউন্সিলর উপদেষ্টা হিসেবে কাজ করছেন বলে জানা গেছে। তিনিই অটোচালকদের উসকে দিচ্ছেন ভাড়া বাড়ানোর জন্য অটোরিকশা চলাচল বন্ধ করে যাত্রীদের জিম্মি করতে।

পথচারীদের মধ্যে কলেজছাত্রী মানিসা খাতুন বলেন, লক্ষীপুর থেকে রাজশাহী কলেজে যাবো। রাস্তায় বের হয়ে দেখি বড় অটোরিকশা বন্ধ। দুই-একটা দেখা গেলেও ভাড়া চায় ২৫ টাকা। ছোট অটোরিকশাগুলোও একই অবস্থা। আমরা শিক্ষার্থীরা পড়েছি বেকায়দায়।

আরেক শিক্ষার্থী মানিক হোসেন বলেন, অটোরিকশা বন্ধ থাকায় বাধ্য হয়ে কলেজে হেঁটে যাচ্ছি।

সোনালীনিউজ/এসএইচ/এসআই