কোদাল দিয়ে জখম করায় চার বছরের কারাদণ্ড

  • বগুড়া প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২, ০৪:২২ পিএম

বগুড়াঃ কোদাল দিয়ে কোপ দিয়ে গুরুতর জখম করার অপরাধে রমজান আলী ফকিরকে (৩৮) চার বছরের বিনাশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ রবিউল আউয়াল এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি রমজান আলী বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পাচোষা গ্রামের আজিজার ফকিরের ছেলে।

মামলার বিবরণীতে জানা যায়, গত ২০১৪ সালের ২৯ নভেম্বর বেলা ১১টার দিকে একই গ্রামের ওসমান আলীর জমিতে প্রবেশ করে তার ছেলে কামরুজ্জামানের মাথায় কোদাল দিয়ে কোপ দিয়ে তাকে গুরুতর জখম করে রমজান আলী। আহত কামরুজ্জামানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় আহতের মা উম্মে কুলসুম বাদি হয়ে দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করলে ওই মামলায় এই রায় ঘোষণা করা হয়। মামলার অপর অভিযুক্ত আরেক আসামিকে খালাস দেওয়া হয়।

সোনালীনিউজ/এম