ভারতে পালানোর পথে ৩০ রোহিঙ্গা আটক

  • কুমিল্লা প্রতিনিধি: | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৬, ২০২২, ০৯:০৫ পিএম

কুমিল্লা: কুমিল্লার বুড়িচং সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় ৩০ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (৬ অক্টোবর) উপজেলার খাড়েরা এলাকা থেকে তাদের আটক করা হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

আটকদের মধ্যে আটজন নারী, ছয়জন পুরুষ এবং ১৬ জন শিশু রয়েছেন। তারা মোট পাঁচ পরিবারের সদস্য। এরা সবাই কক্সবাজারের উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পের বাসিন্দা।

ওসি মারুফ রহমান জানান, ৩০ রোহিঙ্গা কুতুপালং ট্রানজিট ক্যাম্প থেকে পালিয়ে আসেন। তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী বুড়িচংয়ের খাড়েরা সীমান্ত দিয়ে অবৈধ ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় খড়েরা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের দেখতে পেয়ে আটক করে থানায় হস্তান্তর করেন।

আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় তাদের পুনরায় কুতুপালং ক্যাম্পে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

সোনালীনিউজ/আইএ