সাভার: অতিরিক্ত গতির কারনে নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাস উল্টে এক শ্রমিক নিহত হয়েছেন। আব্দুল্লাপুর-বাইপাইল সড়কে এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫-৬ জন। নিহতের লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে আশুলিয়ার মরাগাং এলাকায় আশুলিয়াগামী সড়কে গ্রামীণ পরিবহনের একটি মিনিবাস এ দূর্ঘটনার শিকার হয়। মিনিবাসটি টঙ্গী স্টেশন রোড থেকে নবীনগর রুটে চলাচল করে।
নিহত যাত্রী শেরপুর সদর থানার আয়নাল হকের ছেলে বাদশা (৩০)। তিনি আশুলিয়ার বঙ্গবন্ধু রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করত। প্রাথমিকভাবে জানা গেছে তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করত। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, গ্রামীণ পরিবহনের একটি মিনিবাস উল্টে গেলে ঘটনাস্থলেই বাদশা নামের ব্যক্তি মারা যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
আশুলিয়া থানার এসআই মাসুদ আল মামুন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে। দূর্ঘটনার পর মিনিবাসটি সড়িয়ে দেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। প্রাথমিক ভাবে মনে হচ্ছে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়েই দূর্ঘটনায় পড়েছে বাসটি। বাদশা উল্টে যাওয়া মিনিবাসের নিচে পরেছিল।
সোনালীনিউজ/এমএম/এসআই