বাথরুমে গ্যাস বিষ্ফোরণে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

  • কুমিল্লা প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৩, ০১:১১ পিএম
হাজী মো: শাহ জালাল

কুমিল্লা: কুমিল্লা সদর দক্ষিণে বাথরুমে গ্যাস বিষ্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে এক ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। নিহত ইউপি চেয়ারম্যানের নাম হাজী মোঃ শাহ জালাল। তিনি উপজেলার ৫নং পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান। 

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিট ও প্লাষ্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। সোনালীনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছেলে মোঃ সজীব।

জানা যায়, গত সোমবার সকালে গ্রামের দোতলা বাড়ীতে নিজ কক্ষের বাথরুমে যান শাহ জালাল। হটাৎ গ্যাস বিষ্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে শরীরের ৪৫ শতাংশ পুড়ে যায়। তাৎক্ষণিক ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটের লাইফ সাপোর্টে নেয়া হয়। সিঙ্গাপুর নেয়ার কথা থাকলেও অবস্থার অবনতি হওয়ায় নেয়া সম্ভব হয় নি। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ চৌধূরী জানান, দূর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে সুরতাহাল রিপোর্ট সংগ্রহ করি। নিহতের কক্ষের বাথরুমে গ্যাস অপসারণের কোনো পদ্ধতি ছিল না। তাই গ্যাসের কারণে অগ্নিদগ্ধ হয়েছেন বলে ধারণা করছি। বিষয়টি নিয়ে আরও তদন্ত করছি। বিস্তারিত পরে জানানো হবে।

এদিকে ইউপি চেয়ারম্যানের মৃত্যুর খবরে শোকের মাতম চলছে এলাকা জুড়ে।

সোনালীনিউজ/এমএন/এসআই