টাঙ্গাইলে অর্ধশত পরিবারের ঈদুল আজহা উদযাপন

  • টাঙ্গাইল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৮, ২০২৩, ১২:২৩ পিএম

টাঙ্গাইল: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে টাঙ্গাইলের দেলদুয়ারে ঈদুল আজহা উদযাপন করেছেন মুসল্লিরা। বুধবার (২৮ জুন) সকালে উপজেলার শশীনাড়া গ্রামের ৫০টি পরিবার ঈদ পালন করেন।

শশীনাপাড়ার ইমাম আব্দুর রহমান বলেন, সকাল ৮ টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। তিনি ঈদের নামাজ পড়ান। নামাজ শেষে কোলাকুলি করেন মুসল্লিরা।

তিনি আরও বলেন, নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। সৌদি আরবের সাথে একই দিনে ঈদ উদযাপন করতে পেরে আনন্দ প্রকাশ করেন মুসল্লিরা।

লাউহাটি ইউপি চেয়ারম্যান শাহিন মোহাম্মদ খান জানান, শশীনাড়া গ্রামে ৫ শতাধিক মানুষের বসবাস। ১০ বছর ধরে ৫০-৬০ পরিবার সৌদির সাথে মিল রেখে একদিন আগে ঈদ উদযাপন করে আসছেন।

সোনালীনিউজ/এসআই