মুন্সীগঞ্জে প্রাথমিক শিক্ষায় মানোনয়নে মতবিনিময় সভা

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২২, ২০১৬, ০৫:১৭ পিএম

মুন্সীগঞ্জে প্রাথমিক শিক্ষায় মানোনয়নে করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ আগষ্ট) দুপুরে মুন্সীগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সনাক সদস্য আলী আকবর মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক শিক্ষা ও আইসিটি) হারুন আর রশীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি খালেদা খানম, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জী, জেলা প্রাথমকি শিক্ষা অফিসার পঞ্চানন বালা, ইউএনও সুমাইয়া জাহান, টিআইবর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ফজিলা খানম, সদর উপজেলা শিক্ষা অফিসার তাছলিমা বেগম, সনাকের সহ-সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সাংবাদিক তানভির হাসান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ২৫ টি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি।


সোনালীনিউজ/ঢাকা/আকন