গাজীপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাহাঙ্গীর

  • গাজীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২, ২০২৩, ০২:২৬ পিএম

গাজীপুর : গাজীপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জিএমসিসিআই) পরিচালনা পর্ষদের সভায় ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ এর দ্বি-বার্ষিক নির্বাচনে গাজীপুর সিটির সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম সর্ব সম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি অনারেবল টেক্সটাইল কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক।

১৫ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন মেট্রিক্স সোয়েটারের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আলমগীর।

সহ সভাপতি নির্বাচিত হয়েছেন এন কে সোয়েটারসের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন এবং হান্নান নিট অ্যান্ড টেক্সটাইলসের চেয়ারম্যান এ বি এম শামসুদ্দিন।

সোনালীনিউজ/এমটিআই