নেত্রকোণা: সড়ক দুর্ঘটনায় আহত ছোট ভাই আলম মিয়া (৪৫) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। আর এ সংবাদ শোনার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বড় ভাই দুলাল মিয়া (৬০)।
রোববার (৩ সেপ্টেম্বর) সকালে এমনই ঘটনা ঘটেছে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মুধুয়াকোনা গ্রামে।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানায়, শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে দুর্গাপুর উপজেলা সদর থেকে মুধুয়াকোনা গ্রামের বাড়িতে যাওয়ার পথে সাতাশি নামক এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কাপড় ব্যবসায়ী আলম মিয়া আহত হন। স্বজনরা তাকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলম মিয়া। তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে বড় ভাই দুলাল মিয়া হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। দুলাল মিয়া ও আলম মিয়া মুধুয়াকোনা গ্রামের মৃত আফসর আলীর ছেলে। ওই দিন সন্ধ্যায় জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে দুই ভাইয়ের দাফন সম্পন্ন করা হয়েছে।
এমএস