পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • মাদারীপুর প্রতিনিধি: | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৩, ০৭:০৪ পিএম

মাদারীপুর: মাদারীপুর পৌরসভার বাগেরপাড় এলাকায় পানিতে ডুবে আফ্রিদি নামের ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আফ্রিদি ওই এলাকার বাবু ও লিজা আক্তারের সন্তান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ ৫ বছর আগে আফ্রিদির বাবা বাবু ও মা লিজা আক্তারের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে আফ্রিদি তার খালা মিতু আক্তারের কাছে বড় হচ্ছিলো। দুপুরে মিতু আক্তার ভাত খাওয়ার জন্য আফ্রিদিকে খোঁজ করছিলেন। খোঁজাখুঁজির করার এক পর্যায়ে আফ্রিদিকে বাড়ির পাশের একটি ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে আফ্রিদিকে উদ্ধার করে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইএ