কোটালীপাড়ায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

  • কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৬, ২০১৬, ০৬:৪৯ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ের কবল থেকে রক্ষা পেয়েছে তামান্না খানম (১৪) নামে এক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী। শুক্রবার (২৬ আগষ্ট) উপজেলার হিরণ গ্রামের নূর ইসলাম মুন্সীর ছেলে মাসুম মুন্সীর সঙ্গে তামান্নার বিয়ের দিন ধার্য ছিল।

পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিলাল হোসেন ঘটনাস্থলে পৌঁছে বিয়ে বন্ধ করে দেয় এবং বাল্যবিয়ে আয়োজন করায় কনের পক্ষকে এক হাজার (১০০০) টাকা জরিমানা ধার্য করে। তামান্না উপজেলার টুটাপাড়া গ্রামের আ. রাজ্জাকের কন্যা ও কুশলা নেছারিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রীসে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম