নারায়ণগঞ্জে ‘জঙ্গি’ আস্তানায় অভিযান

গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিমসহ তিন জঙ্গি নিহত

  • নারায়ণগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৭, ২০১৬, ১০:৫৮ এএম

নারায়ণগঞ্জের পাইকপাড়ার একটি জঙ্গি আস্তানায় অভিযানে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গুলশানের হলি আর্টিজানে হামলার মূল পরিকল্পনাকারী তামিম রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার সকালে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল ঢাকা থেকে গিয়ে পাইকপাড়ার বড় কবরস্থানের পাশের একটি তিনতলা ভবনে এ অভিযান শুরু করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ‘ভোর থেকে তিনতলা ওই ভবনটি ঘিরে রাখা হয়। অভিযানের বিষয় বুঝতে পেরে ভবন থেকে গুলি ছোড়া হয়। ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।’

পুলিশের ধারণা জঙ্গিরা তাদের কাছে থাকা নথিপত্র পুড়িয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানানা, ভবনটির আশপাশে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভবনের দিকে যাওয়ার সড়কও বন্ধ করে দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মাঈনুল হক বলেন, ‘গ্রেপ্তারকৃত এক জেএমবি সদস্যের দেওয়া তথ‌্যের ভিত্তিতে এই অভিযান চলছে।’

এদিকে ওই আস্তানার নিচতলা থেকে আহত এক শিশুকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাকে ইতোমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে শিশুটি সুস্থ হয়ে উঠলে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ