যশোরে ডেঙ্গুতে ১১  প্রাণহানি, আক্রান্ত ২ হাজার ৫৪৭

  • বিল্লাল হোসেন, যশোর | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৩, ০৭:২৪ পিএম

যশোর : যশোরে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্তের সাথে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই নিয়ে ডেঙ্গুতে মোট ১১ জনের প্রাণহানি হয়েছে। 

এদিকে, ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৩ জন। তারা বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, নতুন আক্রান্ত ৩৩ জনের সকলে স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। 

এর মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২১ জন, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও  কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়। আক্রান্তরা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু কর্ণারে রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এই নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা হলো ২ হাজার ৫৪৭ জন। মৃতের সংখ্যা দাড়ালো ১০ জন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. পার্থ প্রতিম চক্রবর্ত্তী জানান, ডেঙ্গু রোগীদের আলাদা ইউনিটে রেখে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। তিনি জানান, সর্বশেষ মৃত সখিনা বেগম ডেঙ্গু এনকেফালাইটিস রোগে আক্রান্ত হয়ে ৫ অক্টোবর বিকেল সাড়ে ৫ টায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রাত ১২ সাড়ে দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস জানিয়েছেন, যশোরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন উপজেলায় নিয়মিত উঠান বৈঠক ও অবহিতকরণ সভা করা হচ্ছে।

[208355]

উল্লেখ্য, গত ২০১৯ সালে যশোরে ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দেয়। এক প্রকার ভয়াবহ রুপ ধারণ করে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৩ হাজার ৪৫১ জন। নারী পুরুষের সাথে আক্রান্তের তালিকায় শিশু ছিলো। এছাড়া ৬ জনের মৃত্যু হয়েছিলো।

২০২০ সালে ডেঙ্গুর প্রকোপ এক লাফে কমে যায়। যশোর জেলায় মাত্র ৫৬ জন নারী পুরুষ আক্রান্ত হয়েছিলেন। মৃতের তালিকায় কেউ ছিলোনা। ২০২১ সালের ৪২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিলেন। আর ২০২২ সালে ৪৪৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়। 

কিন্তু গত তিন বছরে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। ২০২৩ সালে ডেঙ্গুর চোখ রাঙানী শুরু হয়েছে। ৬ অক্টোবর পর্যন্ত জেলায় ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১১ নারী-পূরুষ। 

এমটিআই