বাকৃবি’তে ছয় দাবিতে কর্মবিরতি

  • ময়মনসিংহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৯, ২০১৬, ০৪:৩১ পিএম

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চতুর্থ ও তৃতীয় শ্রেণীর কর্মচারীরা ছয় দফা দাবিতে কর্মবিরতি পালন ও সমাবেশ করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা তিন ঘণ্টা চলে এই কর্মসূচি। দাবির মধ্যে রয়েছে, এডহক ও মাস্টারোল কর্চারীদের স্থায়ী করন, এলডিএ কাম টাইপিস্ট পদ পরিবর্তন করে কম্পিউটার অপারেটর হিসাবে উন্নীত করে বেতন ১২ হাজার টাকা করা, মাস্টার্স পাশদের দ্বিতীয় পর্যায়ে উন্নীত করতে পাঁচ বছরের স্থলে ৩ বছর করা, চাকরির বয়স ৬২ বছর করা, বন্ধের দিন কাজ করলে ওভার টাইম ভাতা প্রদান এবং চতুর্থ শ্রেণীদের পর্যায়ক্রমে তৃতীয় শ্রেণীতে উন্নীত করা।

সমাবেশ চলাকাল বক্তব্য প্রদান করেন চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মাসুদুল আলম মাসুদ, তৃতীয শ্রেণীর সভাপতি মো. নজরুল ইসলাম, এবং উভয় সংগঠনের এজিএস মোশাররফ হোসেন ও মামুন। বক্তারা বলেন, অবিলম্বে দাবি পূরণ না করলে আরো কঠোর কর্মসূচির মাধ্যমে দিয়ে দাবি আদায় করা হবে বলে হুঁশিয়ারি দেন। কর্মচারী সমিতির সভাপতি অভিযোগ করেন, এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন সমিতির নেতৃবৃন্দের সাথে দাবির বিষয়ে লিখিত সমঝোতা করে পনর দিনের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। গতকাল ১৫ দিন অতিবাহিত হয়েছে কোন উদ্যোগ না নেয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর