ময়মনসিংহ বঙ্গবন্ধু পরিষদের আলোচনা পুরস্কার বিতরণী

  • ময়মনসিংহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০১৬, ০৯:২৫ এএম

ময়মনসিংহ বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে শোকের মাস্ আগষ্টব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা শেষে আরোচনা সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হযেছে । জয়নুল আবেদীন বৈশাখি মঞ্চে আজ বিকালে সমাপনী এই অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহিত উল আলম। 

মুখ্য আলোচক ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক এডভোকেট আলহাজ্ব জহিরুল হক খোকা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, এফবিসিসিআই এর পরিচালক মো: আমিনুল হক শামীম, জেলা নাগরিক আন্দোলনের সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিক্ষা নিয়ন্ত্রক ড. নির্মল সাহা, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সাইফুল আলম ফেরদৌস, দৈনিক আলোকিত ময়মনসিংহ পত্রিকার সম্পাদক প্রদীপ ভৌমিক প্রমুখ।

অনুষ্ঠানমালায় সভাপতিত্ব করেন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক প্রধান অতিথী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহিত উল আলম বলেছেন, বঙ্গবন্ধু বাংলাদেশ দিয়েছিলেন বলেই আজ আমরা বাংলায় কথা বলতে পারছি, সভা সমাবেশ মিটিং মিছিল করতে পারছি। আমাদের কাজ হলো বঙ্গবন্ধুর চেতনার সোনার বাংলা গড়ে তোলা। ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, বাংলাদেশকে দেখলে বঙ্গবন্ধুকে দেখা হয়। তিনি বলেন, বঙ্গবন্ধু যদি বাংলাদেশকে স্বাধীন না করে যেতেন তাহলে আমরা বাঙ্গালীরা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরেও প্রশাসনের উচ্চ পর্যায়ে আসীন হতে পারতাম না। এমনকি আমিও হয়ত পুলিশ সুপার হতে পারতাম না।

এফবিসিসিআই পরিচালক মো: আমিনুল হক শামীম বলেন, বঙ্গবন্ধুই বাংলাদেশের নাম ঘোষনা করে গেছেন। বঙ্গবন্ধুর সকল ভাষনে ছিল বাঙ্গালী জাতীর স্বাধীকার আন্দোলনের ডাক। আলোচনা শেষে মাসব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই