কুমিল্লা: কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের স্ত্রী সাদিয়া সাবা বলেন, আমার স্বামী সংসদ সদস্য হলে নারীদের নিয়ে কাজ করবে ইনশাআল্লাহ। যেখানেই যাচ্ছি সবাই জড়িয়ে ধরছে। আমি তার সহধর্মিণী হিসেবে তার জন্য ভোট আর দোয়া চাচ্ছি পুরো দেবীদ্বার বাসীর কাছে।
তিনি বলেন, সবার কাছে ভালো সাড়া পাচ্ছি। গ্রামের নারীরা যেহেতু বঞ্চিত অনেক সুযোগ সুবিধা থেকে। ওই জিনিস গুলো নিয়ে কাজ করবে আমার হাসবেন্ড মো. আবুল কালাম আজাদ।
তিনি আরও বলেন, গ্রামে যারা পিছিয়ে পড়া নারী আছে তাদের নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। তাই আগামী ৭ তারিখ কুমিল্লা ৪ আসনের ঈগল মার্কায় ভোট দিন। আমার হাসবেন্ড আপনাদের পাশে থাকবে।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ পত্নী সাদিয়া সাবা প্রচারনার সময় সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন।
ওয়াইএ