আসছে ভারতীয় গরু দাম কমার সম্ভাবনা

  • চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০১৬, ০১:৫৮ পিএম

বেশ কিছুদিন বন্ধ থাকার পর গত ৩ দিন ধরে চাঁপাইনবাবগঞ্জের সবকটি বিটে ভারতীয় গরু আসছে। কিন্তু তা চাহিদার তুলনায় কম হওয়ায় পশুহাটগুলোতে এর প্রভাব পড়েছে। আর এই সুযোগে ব্যবসায়ীরা গরুর দামও হাঁকছেন বেশি। তবে আগামী কয়েকদিন এই হারে গরু আসতে থাকলে দাম কিছুটা কমবে বলে আশা করছেন গরু ক্রেতা ও বিক্রেতারা।

এদিকে, বিভিন্ন সীমান্ত দিয়ে বিটগুলোতে গরু আসায় কয়েকদিনের মধ্যেই পশুহাটগুলো জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহেও ভারত থেকে গরু না আসায় গরু বেচাকেনা হচ্ছিল দেড় থেকে দিগুণ দামে। কিন্তু বর্তমানে যে হারে গরু আসছে এই ধারা অব্যাহত থাকলে দাম সহনীয় পর্যায়ে চলে আসবে এমন কথা জানান ব্যবসায়ীরা।

গরু ব্যবসায়ীরা আক্ষেপ করে জানান, প্রতি জোড়া গরু আনতে ভারতীয়দের অতিরিক্ত ২৫ থেকে ৩০ হাজার টাকা এবং দেশি সিন্ডিকেটকে ৮ থেকে ১০ হাজার টাকা চাঁদা দিতে হচ্ছে। তাই দেশের বাজারে স্বাভাবিকভাবেই বেশি দামে গরু বিক্রি করতে হবে।

প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জের খামারে উল্লেখযোগ্য গরু লালন-পালন না করায় জেলার পশুহাটগুলো মূলত ভারতের গরুর ওপর নির্ভরশীল। এই অবস্থায় দেশি এবং ভারত থেকে আসা গরুর দাম বেড়ে গেছে। এই বিষয়ে ৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এসএম আবুল এহসান জানান, সীমান্ত দিয়ে বৈধপথে গরু নিয়ে আসতে কোন বাধা নেই। তবে অবৈধ পথে কাউকে সীমান্ত পার হয়ে ভারত থেকে গরু আনতে দেয়া হবে না।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ