ভোলায় প্রচণ্ড শীতে নদীতে গিয়ে মিলছে না কাঙ্খিত ইলিশ

  • ভোলা প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৪, ০৭:৫৭ পিএম
ছবি প্রতিনিধি

ভোলা: তীব্র শীতকে উপেক্ষা করে নদীতে মৎস আহরণে গিয়েও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ কিংবা ভিন্ন প্রজাতির কোনো মাছ। তীব্র শীতে কষ্টে দিন কাটাচ্ছে ভোলার জেলে ও দিনমজুরসহ নিম্নআয়ের মানুষ। বিশেষ করে ভোলার মেঘনা নদী তীরবর্তী বেড়িবাঁধ চরাঞ্চলের নিম্ম এলাকায় সবচেয়ে বেশি শীতের প্রভাব পড়েছে।

দেশের উত্তর অঞ্চলের মত তীব্র শীতে বিপর্যস্ত ভোলার জেলেদের জীবন। বুধবার (১৭ জানুয়ারি) ভোলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছেন সিনিয়র অবজারভার মাহবুবর রহমান। শীতের তীব্রতায় ভোলায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে জেলে ও বেঁদে সম্প্রদায়ের লোক।

জেলেদের দাবি, তীব্র শীতে তারা কর্মহীন হয়ে পরেছে। তাই সরকারি কিংবা বেসরকারি সহায়তা কামনা করেন তিনি।