ভোলায় কনকনে শীত বইছে ঘুড়ি ঘুড়ি বৃষ্টি 

  • ভোলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৪, ১২:০২ পিএম

ভোলা: দেশের বিভিন্ন অঞ্চলে কনকনে শীত থাকলেও আপাতত শৈত্যপ্রবাহর সাথে ভোলায় বইছে ঘুড়ি ঘুড়ি বৃষ্টি।

তবে ভোলা আবহাও অধিদপ্তরের সিনিয়র অবজারভার মাহবুবর রহমান জানিয়েছেন আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) ভোলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 

ভোলায় এই মাসে শৈত্যপ্রবাহের সম্ভাবনা খুবই কম। তবে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শীতের অনুভূতি আরো দুএকদিন থাকতে পারে। 

আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে ভোলায় এই মুহূর্তে ঘুড়ি ঘুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পরিমান আগামী তিন দিনে আরো বৃদ্ধি পেতে পারে। তবে বৃষ্টির পর শীতের অনুভূতি একটু বাড়তে পারে বলে জানান ভোলা আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র অবজারভার মাহবুবর রহমান।

সোনালীনিউজ/এস/এসআই