খুলনায় আন্তর্জাতিক মানব ও স্বর্ণ পাচারকারি চক্রের সদস্য গ্রেপ্তার

  • খুলনা ব্যুরো  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৪, ০৮:২৯ পিএম
ফাইল ফটো

খুলনা: খুলনা থেকে র‍্যাব-৬’র সদস্যরা নজিবর রহমান (৪০) নামে আন্তর্জাতিক মানব ও স্বর্ণ পাচারকারি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে ডিজিএফআইয়ের সহযোগিতায় নগরীর গল্লামারী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নজিবর রহমান বাগেরহাটের সদর উপজেলার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। পরে তার হেফাজতে থাকা ৩১টি মোবাইল ফোন, ৩টি ট্যাপ, ৩টি ল্যাপটপ, ১টি ডিজিটাল ভিডিও রেকর্ডার, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ৯টি, ৮টি মেমরিকার্ড, ২টি সাংবাদিক আইডি কার্ড, ২টি এনআইডি কার্ড, ১টি ড্রাইভিং লাইসেন্স, ২টি পেনড্রাইভ, ২৩টি বিভিন্ন ব্যাংকের চেক বই, ১টি পাসপোর্ট ও নগদ ৪ হাজার ৪৭০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম সারোয়ার হুসাইন শনিবার বিকালে জানান, দীর্ঘদিন ধরে একটি মানব পাচারকারী চক্র অবৈধ পথে বিদেশে মানব পাচার করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি নজিবর সবকিছু স্বীকার করেছেন।

ওয়াইএ