শীতে কাঁপছে দেশ, নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ ডিগ্রি

  • নীলফামারী প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৪, ১০:১৯ এএম
ফাইল ছবি

নীলফামারী: চলমান শৈত্য প্রবাহে কাহিল হয়ে পড়েছে নীলফামারীর জনজীবন। কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে ঘর হতে বের হওয়া যাচ্ছে না। সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে খেটে খাওয়া মানুষজন। হাড় কাপানো ঠান্ডায় তারা কাজে যেতে না পেরে পরিবার-পরিজন নিয়ে কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন।  

অনেকে শীতবস্ত্রের অভাবে দিনভর খড়কুটে জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সোমবার (২২ জানুয়ারি) নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে  ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। এ মৌসুমে এটাই নীলফামারীর সর্বনিম্ন তাপমাত্রা। 

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন জানান আজ সকাল ছয়টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। তিনি জানান প্রচন্ড ঠান্ডা থাকলেও ঘন কুয়াশা না থাকায় বিমান চলাচল ব্যাহত হচ্ছে না। 

এদিকে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসায় নীলফামারী জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। 

সোনালীনিউজ/এসআই