কলা গাছের সাথে এ কেমন শত্রুতা?

  • ফরিদপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২১, ২০২৪, ০৭:১১ পিএম

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় এক রাতে শতাধিক কলা গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে দুর্বৃত্তের বিরুদ্ধ। ঘটনাটি ভাঙ্গা উপজেলার ঘারুয়া মক্রমপট্টি আঞ্চলিক সড়কের মোড় এলাকার ঘটনা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঘারুয়া মক্রমপট্টি আঞ্চলিক সড়কের খামিনারবাগ মৌজার মোর এলাকায় সড়কের পাশে খালি জমিতে শতাধিক কলা গাছ লাগান খামিনারবাগ এলাকার আমির হোসেন খলিফা ও আওয়াল খলিফা। পরবর্তীতে মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা প্রায় শতাধিক কলা গাছ কেটে ফেলে। পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে নিন্দার ঝড় উঠে।

[220025]

এই বিষয়ে আমির হোসেন খলিফা বলেন, আমরা রাস্তার পাশে খালি জমিতে কলা গাছের বাগান করি সব গুলি গাছ হৃষ্টপুষ্ট হয়। কিন্ত মঙ্গলবার দিবাগত রাতে কে বা কাহার আমাদের শতাধিক গাছ কর্তন করে। আমরা এই বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।

এই বিষয়ে আওয়াল খলিফা বলেন, প্রধানমন্ত্রী বলেছেন কোন জমি যেন খালি না থাকে তাই আমার এখানে কলা গাছ লাগিয়েছি। কিন্তু কারা যেন রাতের আধারে আমাদের কলা গাছ কেটে ফেলে। আমারা এই ঘটনার বিচার চাই। 

এমএস